নরসিংদীতে নিহত ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

নরসিংদীতে নিহত ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে মোট ৫৮ জনের মধ্যে ১২ জন শহীদ ও ৪৬ জন আহত পরিবারের জীবিকা উন্নয়নে সহায়তা হিসেবে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। মঙ্গলবার সকালে নরসিংদী জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের সুযোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওহাব রাশেদের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী নূর ই ইলহামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ১২টি ও ৪৬টি আহত পরিবারের মাঝে মোট ৫৮টি সেলাই মেশিন বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, তারা আমাদের গণতন্ত্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি মুনিয়া রহমান মনিকা, জেলা পরিষদ হিসাবরক্ষক কর্মকর্তা মো. রোমান মিয়া, জেলা পরিষদ উচ্চমান সহকারী সাইদুর রহমান, জেলা পরিষদ উচ্চমান সহকারী আবুল হাসেম, জেলা পরিষদ সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ অফিস সহকারী শাহানারা আক্তারসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।