বেশিভাগ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় : মাসুদ সাঈদী
বাংলাদেশের বেশিভাগ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানিয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।
তিনি বলেছেন, ‘বাংলাদেশের বেশিভাগ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু আমাদের রাজনৈতিক বন্ধুরা পিআর পদ্ধতিতে নির্বাচন পছন্দ করছেন না। পিআর পদ্ধতিতে প্রত্যেকটি ভোট মূল্যায়িত হয়। মূল্যায়িত হয় বলে একটি ভোটও বিফলে যায় না। কিন্তু তারা তা চাচ্ছেন না। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে (মনোনয়ন) বাণিজ্য বন্ধ হয়ে যাবে। টিকিট কেনাবেচা বন্ধ হয়ে যাবে। যে কারণে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন পছন্দ করছেন না।’
রোববার (১৭ আগস্ট) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত আলিয়া মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা যুব বিভাগের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা যুব বিভাগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও হাফেজ সিফাতুল্লার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী মোসলেহউদ্দিন, উপজেলা বাইতুলমাল সম্পাদক অধ্যাপক মজিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবু দাউদ, সমাজকল্যান সম্পাদক মো: আনিচুর রহমান মল্লিক, ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মাহফুজুর রহমান, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মো: জাহিদ হকসহ প্রমুখ।