সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি : কালবেলা

আসনসীমা নিয়ে শুনানি শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশ শিগগিরই

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২৩-২৭ আগস্ট পর্যন্ত টানা ৫ দিনের এই শুনানিতে দেশের ৩৩ জেলার ৮৪টি আসন ঘিরে ওঠা আপত্তি ও সুপারিশগুলো পর্যালোচনা করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবার মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়েছে, যার মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ।

আখতার আহমেদ বলেন, ‘যেখানে আপত্তি এসেছে, মূলত সেই আসনগুলোতেই পরিবর্তন আসতে পারে। আর যেখানে কোনো আপত্তি নেই, সেখানে হাত দেওয়ার পরিকল্পনা নেই।’

গত ৪ দিনে মোট ৬৪টি আসনের শুনানি সম্পন্ন হয়েছে। সচিব জানান, প্রাপ্ত মতামত পর্যালোচনা করে কমিশন খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। শুনানি চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় যে অপ্রীতিকর ঘটনা ঘটে, তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রসঙ্গে সচিব জানান, এটি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিস্তারিত জানানো হবে।