‘গুরুতর’ অভিযোগ তুললেন শিবিরের ভিপি প্রার্থী আদিব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার পাঠানো, হলে বহিরাগত ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান, ডোপ টেস্টের ফলাফল না জানানোসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মীর মশাররফ হল কেন্দ্রে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, শহীদ সালাম-বরকত হল কেন্দ্রে ভোটার সংখ্যা ২৯৩ জন। অথচ সেখানে ৪০০টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। অতিরিক্ত ১০৭টি ব্যালট পেপার কেন পাঠানো হয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
আরিফুল্লাহ আদিব আরও অভিযোগ করে বলেন, কিছু ছাত্রদল নেতাকর্মী, যারা মূলত হলের ভোটার নয়, তারা হলের ভেতরে অবস্থান নিয়েছেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল, বৃহস্পতিবার সকাল ৬টার পর থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না। সকাল ১০টার পর বহিরাগত হলে অবস্থান করলে তাদের গ্রেফতার করা হবে। তবে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
আদিব জানান, শিক্ষার্থীদের দাবির মুখে কমিশন প্রার্থীদের জন্য ডোপ টেস্টের (মাদকাসক্ত পরীক্ষা) আয়োজন করে। সে সময় জানানো হয়েছিল, যারা এই পরীক্ষায় অংশ নেবে না, তাদের প্রার্থিতা বাতিল করা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তাঁর মতে, অনেক প্রার্থীই ডোপ টেস্টে অংশ নেয়নি। নির্বাচন কমিশন তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি এবং তাদের তালিকাও প্রকাশ করেনি। শুধু তাই নয়, যারা পরীক্ষায় অংশ নিয়েছে, সেই ফলাফলও প্রকাশ করা হয়নি।
ডোপ টেস্টের স্বচ্ছতা নিয়েই মূলত উদ্বেগ প্রকাশ করে আদিব বলেন, শিক্ষার্থীদের দাবি মান্য করে ডোপ টেস্ট আয়োজন করা হলেও তার ফলাফল গোপন রাখা হয়েছে। এতে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এর আগে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। টানা চলবে বিকাল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে চলছে ভোটগ্রহণ।
এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।