জাল টাকাসহ আটক রফিকুল ইসলাম |সংগৃহীত

আশুলিয়ায় জাল টাকা-ভারতীয় রুপিসহ গ্রেফতার ১

শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল টাকা ও জাল ভারতীয় রুপিসহ রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) নামে পেশাদার এক জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দীন। এর আগে, শনিবার রাতে আশুলিয়ার ঘোষবাগের কুন্ডলবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিকুল বরিশালের বাকেরগঞ্জ থানার বাখরখাঠী গ্রামের মরহুম মান্নান সিকদারের ছেলে। তিনি পেশাদার একজন জাল নোটের কারবারি বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ রুপির ৭৯টি নোট এবং ৫০০ টাকার ২৩২টি জাল নোট জব্দ করা হয়।

মো: জালাল উদ্দীন জানান, জব্দ নোটসহ রফিকুল ইসলামকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।