দুর্গাপূজা ঘিরে গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে
আসন্ন দুর্গোৎসবকে ঘিরে সামাজিক যোগাযোগ্য মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সতর্ক আছে। এই চেষ্টাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও এ সময় জানান তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর তালতলা রোডে করুনাময়ী কালিমন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
র্যাব ডিজি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই সেটা আপনারা বিশ্বাস করবেন না। সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। তাৎক্ষণিকভাবে ভেরিফাই করে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘সারাদেশে ৩৫ হাজার মন্ডপের মধ্যে সামান্য কিছু সংখ্যক ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেসব মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের ঝুঁকি ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করবেন।’
তিনি আরো বলেন, ‘বিগত বছরে কিছু কাপুরুষ ও দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা, ভাংচুরের ঘটনা ঘটিয়েছিল। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল। এবার যাতে দুষ্কৃতিকারী সেই অশুভ চক্র হিন্দু সম্প্রদায়ের উপর কোনোরূপ হামলা, পূজামন্ডপ ভাংচুরসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
র্যাব মহাপরিচালক বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব/উস্কানিমূলক তথ্য/মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। এছাড়াও সীমান্ত এলাকাকেন্দ্রিক পূজা মন্ডপগুলোতে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্বে রয়েছে। সেইসাথে সার্বিকভাবে সেনাবাহিনী এবার মাঠে থাকবে।’
এর আগে তিনি দুর্গোৎসবের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, র্যাব-১৩ অধিনায়ক মঞ্জুর করিম প্রদীপ, মহানগর পুজা উৎযাপন কমিটির আহ্বায়ক ডা: লিখিলেন্দ শংকর, সদস্য সচিব বিপ্লব রায়।