‘যারা নির্বাচন নিয়ে নেগেটিভ তারাও পজিটিভ হয়ে যাবেন’

‘যারা নির্বাচন নিয়ে নেগেটিভ তারাও পজিটিভ হয়ে যাবেন’

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ শামীম বলেছেন, দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা নির্বাচন নিয়ে নেগেটিভ বলছেন তারাও পজিটিভে চলে আসবেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে স্বচ্ছ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করে শামীম বলেন, আমি তৃণমূলের একজন নেতা। রাজনীতির যে ধাপগুলো আছে প্রত্যেকটি ধাপ পেরিয়ে আমি আজকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘ ৩৫ বছর ধরে তৃনমুল থেকে কেন্দ্র পর্যন্ত জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। এছাড়া ৩০টির বেশি গায়েবি মামলার আসামি এবং কারাভোগ করেছি। তাই প্রার্থী নির্বাচনের যোগ্যতার বিচারে আমি নিজেকে দলের মনোনয়ন পাওয়ার যোগ্য বলে মনে করি। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা মোহাম্মদ রৌশন, মো. উজ্জল মুন্সী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইবন খান প্রমুখ।