বামনায় অটোরিকশা ড্রাইভারের লাশ উদ্ধার

বামনায় অটোরিকশা ড্রাইভারের লাশ উদ্ধার

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া থেকে গলা কেটে হত্যা করা এক অটোরিকশা ড্রাইভারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার সময় এ লাশ উদ্ধার করেন পুলিশ।

এ বিষয়টি দৈনিক নয়াদিগন্তকে নিশ্চিত করেছেন বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার।

তিনি সাংবাদিকদের জানান, আজ বৃহস্পতিবার রাত অনুমান ৮টার দিকে ৩ নম্বর রামনা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পিশ্চম বলইবুনিয়া, সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে মো: আজিজ (২৮) বাবা ফারক সিকদার গ্রাম বড় তালেশ্বর ৭ নম্বর ওয়ার্ড। ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের একজন অটো ড্রাইভার আজ রাত সাড়ে ৭টার দিকে পশ্চিম বলইবুনিয়া পাকা রাস্তার মাথায় থেকে যাত্রী নিয়ে আসার পথে পশ্চিম বুলইবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঈদগাহ মাঠের রাস্তার পশ্চিম পাশে অটোর ড্রাইভারকে অটোতে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন যাত্রী ড্রাইভারকে গলার ডান ও বাম পাশে ধারালো চাকু দিয়ে জবাই করে রাস্তার পাশে ডোভার ভেতর ফেলে দিয়ে অটো নিয়ে জয়নগরের বাজার দিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। তখন রাস্তা দিয়ে যাওয়ার পথে মো: বাদল, বাবা ইনতাজ উদ্দিন শব্দ পেয়ে রাস্তায় রক্ত দেখতে পেয়ে ডাক চিৎকার করলে পাশের দোকানের লোকজন এসে ডোবার ভেতর ভিকটিমকে দেখতে পেয়ে তখন বামনা থানায় ফোন করলে থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদারসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।’