কচুয়ায় স্কুলছাত্রকে অপহরণ ৮ দিনেও খোঁজ মেলেনি
চাঁদপুরের কচুয়ার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে দাবি তার পরিবারের। নিখোঁজ থাকা শিক্ষার্থী সাকিব হোসেন উপজেলার জয়নগর গ্রামের গাজী বাড়ির প্রবাসী আব্দুল কাদের গাজীর ছেলে। ১৩ বছর বয়সী সাকিব হাসানকে গত ৮ই সেপ্টেম্বর দুপুরে তার নিজ বাড়ির সামনে থেকে কে বা কারা অপহরণ করেছে বলে দাবি করছেন তার মা শামসুন্নাহার বেগম। তিনি জানান, ওইদিন দুপুরে আমার ছেলে ভাত খাবে বলে। এ সময় বাইরে কোনো এক অজ্ঞাত ব্যক্তি তার নাম ধরে ডাক দিলে সে ঘর থেকে বের হয়ে যায়। তখন থেকে আজও বাড়ি ফেরেনি। এ ঘটনায় সাকিবের দাদা মনতাজ উদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (যার নং ৪৮৩)। পরে গত ৯ই অক্টোবর অজ্ঞাতনামা ব্যক্তি একটি নম্বর থেকে সাকিবের মাকে ফোন করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অজ্ঞাত ব্যক্তিরা বলেন, আপনার ছেলেকে পেতে হলে আমাদের ৪ লাখ টাকা দিতে হবে। না হয় আপনার ছেলের লাশ পাবেন। পরে ওই নম্বর বন্ধ পাওয়া যায় বলে তারা জানান। নিখোঁজ স্কুলছাত্র সাকিবের দাদা মনতাজ উদ্দিন ও মামা মাজারুল ইসলাম বলেন, আমরা সাকিবকে সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, স্কুলছাত্র সাকিব নিখোঁজ বিষয়ে একটি জিডি করেছে তার পরিবার। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।