ট্রেভ্যালি ফিশ। ছবি: যুগান্তর

বঙ্গোপসাগরে ধরা পড়ল ৩০ কেজির ‘ট্রেভ্যালি ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে এক বিশাল ট্রেভ্যালি ফিশ বা তবলা মাছ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরে মাছটি নিয়ে আসেন এক জেলে। এ সময় মাছটি এক নজর দেখতে এলাকাজুড়ে হইচই পড়ে যায়।

মৎস্যজীবীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে মাছটি বঙ্গোপসাগরে ধরা পড়ে। স্থানীয়ভাবে মাছটি 'ট্রেভ্যালি ফিশ' বা তবলা মাছ নামে পরিচিত। মাছটি খুবই সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং মাংসে কাঁটা কম থাকে বলে ভোজনরসিকদের কাছে অত্যন্ত প্রিয়।

জানা গেছে, ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি। বাজারে নিলামে মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে বিক্রি হয়। এ অঞ্চলে মাছটির তেমন চাহিদা নেই।

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এ প্রজাতির মাছ সচরাচর পাওয়া গেলেও বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না। এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি পাওয়া গিয়েছে এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় একটি মাছ। মূলত এ জাতীয় মাছ আকারে অনেক বড় হয়। মাছটি অনেক সুস্বাদু। এটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে অনেক।

তিনি আশা রেখে বলেন, এ জাতীয় মাছ জেলেদের জালে বেশি বেশি ধরা পড়বে। এসব মাছ আহরণের মাধ্যমে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।