কলেজছাত্রী উদ্ধার হয়নি ৮ দিনেও, ধর্ষণ ও হত্যার শঙ্কায় পরিবার

কলেজছাত্রী উদ্ধার হয়নি ৮ দিনেও, ধর্ষণ ও হত্যার শঙ্কায় পরিবার

অপহরণের ৮ দিনেও কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বাবার অভিযোগ, ধর্ষণ শেষে তার মেয়েকে অপহরণকারী বাদল মন্ডল (২০) ও তার সহযোগীরা হত্যা করে ফেলতে পারে।

মঙ্গলবার অপহরণকারী বাদল মন্ডল ও তার সহযোগীদের গ্রেফতার করে অপহৃত মেয়েকে উদ্ধারের দাবি জানান তিনি।

জানা গেছে, উপজেলার উত্তর টেপুড়া গ্রামের কলেজপড়ুয়া এক ছাত্রীকে প্রায়ই পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল উত্ত্যক্ত করত। তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল সে। ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বখাটে বাদল মন্ডল ও সবুজ হাওলাদারসহ ৫-৬ জনে ১৮ আগস্ট সকালে ওই ছাত্রীকে বাড়ি থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

এ সময় ভিকটিমের পরিবার বাধা দিলে তাদের মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখায়। এ ঘটনায় ছাত্রীর বাবা আমতলী থানায় ওই দিনই সাধারণ ডায়েরি করেছেন। এখন পর্যন্ত পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

নিরুপায় হয়ে ছাত্রীর বাবা গত রোববার আমতলী থানায় বাদল মন্ডলকে প্রধান আসামি করে অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

বাবার অভিযোগ, তার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করে ফেলতে পারে অপহরণকারীরা। মেয়ের দুশ্চিন্তায় পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত অপহৃতাকে উদ্ধার অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি

অপহৃতার বাবা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে বাদল মন্ডল, সমির নেপ্তি, সবুজ হাওলাদার ও তার সহযোগীরা প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। আমি ও আমার স্ত্রী বাধা দিলে আমাদের মারধর করেছে।

তিনি বলেন, আমার মেয়েকে বাদল মন্ডল ও তার সহযোগীরা ধর্ষণ শেষে হত্যা করে ফেলবে। দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে অপহরণকারী বাদল মন্ডল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।