রাতে স্ত্রীকে ছুরিকাঘাত, পরদিন স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
পটুয়াখালীর গলাচিপায় রাতে স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পরদিন আলামিন গাজী নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের তুলারাম গ্রামে মিজান মিয়ার ঘেরেরপাড়ে একটি গাছের ডালের সঙ্গে লাশটি পাওয়া গেছে। এ সময় তার মুখমন্ডলে রক্তাক্ত দাগ ও বাম হাতের একটি আঙুলের নখ ভাঙা ছিল।
নিহত আলামিন গাজী (৪৫) বাগেরহাট জেলার রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের মিজান গাজীর ছেলে। কাজের সূত্রে তিনি গলাচিপার পানপট্টি এসে বসবাস শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে আলামিন গলাচিপার পানপট্টির স্থানীয় বাসিন্দা আলম মিয়ার ছেলে নিক্সনের গরুর খামারে কাজ করতে আসেন। সেখানে কাজ করা অবস্থায় তার পরিচয় হয় পানপট্টি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের জলিল মিস্ত্রীর (বিশ্বাস) মেয়ে নাজমা বেগমের (৪৮) সঙ্গে। তিনি বাঁশতলা এলাকায় বসবাস করতেন ও মুরগির ফার্ম পরিচালনা করতেন। সেখানে আলামিনের সঙ্গে পরিচয় থেকে প্রেম, পরে দুই মাস আগে তাদের বিয়ে হয়। নাজমার আগেও দুটি বিয়ে হয়েছিল। তাদের তিনি নিজেই ডিভোর্স দেন। প্রথম স্বামীর ঘরে তার এক ছেলে সজল (২২) ও এক মেয়ে তুলি (১৮) রয়েছে। ছেলে সজল মায়ের নতুন স্বামী আলামিনের জন্য একটি অটোরিকশা কিনে দেন, যা চালিয়েই সংসার চলছিল তাদের।
স্থানীয়রা জানান, সোমবার রাতে আলামিন তার স্ত্রী নাজমাকে বেড়ানোর কথা বলে অটোরিকশা নিয়ে বাঁশতলা এলাকায় নিয়ে যান। কাজী বাড়ির সামনের রাস্তায় গেলে সেখানে নাজমার পেটে ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান তিনি। স্থানীয়রা গুরুতর আহত নাজমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার পর থেকে আলামিন নিখোঁজ ছিলেন। তার অটোরিকশা পানপট্টি বোয়ালিয়া বেড়িবাঁধ এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরদিন সকালে শামিম মৃধার বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।
গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে সোমবার সন্ধ্যায় পারিবারিক কলহে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করে আলামিন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার সকালে গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আলামিনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।