বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

বরিশাল নার্সিং কলেজে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষককে বহিষ্কারের দাবিতে চতুর্থ দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে কালো কাপড়ে চোখ-মুখ ঢেকে এ বিক্ষোভ কর্মসূচি করেন তারা।

এ সময় অবিলম্বে তিন শিক্ষককে বহিষ্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশের দাবি জানান তারা। এ কর্মসূচির অংশ হিসেবে চার দিন ধরে ক্লিনিক্যাল ও ল্যাব প্র্যাকটিস এবং ক্লাস বর্জন করে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি করছেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। গত ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। আমরা হামলাকারী ও তাদের মদদদাতা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম।

স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বরিশাল নার্সিং কলেজের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, ঘটনার দীর্ঘ চার মাস হয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষক আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম এখনো সপদে বহাল আছেন। আমাদের লাঞ্ছিত করেও যারা ক্যাম্পাসে আছেন তাদের শিগগিরিই বদলি বা অপসারণ করতে হবে। আমাদের দাবি না মানলে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।