বরিশালের মুলাদীতে কৃষক বাবুল ব্যাপারীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহতের বড়ভাই আব্দুল জলিল ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেন।
এর আগে হত্যার ঘটনায় রোববার বেলা ১২টা দিকে মৃধারহাট এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।