বাউফলে নিখোঁজের ৩ দিন পর কিশোরীর লাশ উদ্ধার

বাউফলে নিখোঁজের ৩ দিন পর কিশোরীর লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের তিনদিন পর উর্মি আক্তার (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নায়ায়নপাশা গ্রামের একটি খালে স্থানীয়রা ওই কিশোরীর লাশ ভাসতে দেখে পুলিশকে জানান।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

উর্মি আক্তার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের অটোরিকশাচালক নজরুল বয়াতি ও আমেনা বেগম দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত। আর্থিক অভাব অনটনের কারণে কিছু দিন আগে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় সে।

ঊর্মি আক্তারের মা আমেনা বেগম বলেন, বৃহস্পতিবার রাতে মেজো বোন লামিয়াকে নিয়ে প্রকৃতির ডাকে বাইরে যায় উর্মি। এরপর ঝাঁজালো গন্ধে লামিয়া অজ্ঞান হয়ে পড়ে। দীর্ঘক্ষণেও দুবোন ফিরে না আসায় বাইরে গিয়ে তিনি লামিয়াকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। কিন্তু উর্মিকে না দেখে তিনি চিৎকার শুরু করেন। পরে মাথায় পানি দিয়ে লামিয়াকে সুস্থ করা হয়।

তিনি বলেন, কয়েকদিন থেকে আমার মেয়েকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। উর্মি ভয়ে আমার কাছে তাদের নাম প্রকাশ করেনি। আমার মেয়েকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

লামিয়া বলেন, উর্মি টর্চ লাইট নিয়ে টয়লেটে প্রবেশ করে। আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। এরপর আমি এক ধরনের গন্ধ পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কী হয়েছে আর কিছুই বলতে পারি না।

থানা সূত্র জানায়, ঊর্মির খোঁজ না পেয়ে তার মা আমেনা বেগম শুক্রবার বাউফল থানায় অভিযোগ দেওয়ার জন্য আসেন। শনিবার সকালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।