নলছিটিতে নিখোঁজ হাফেজের লাশ পুকুর থেকে উদ্ধার

নলছিটিতে নিখোঁজ হাফেজের লাশ পুকুর থেকে উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ হাফেজ মো.ইমরানের (৩০) লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

নিহত মো.ইমরান হোসেন উপজেলার মানপাশা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ইউনুচ আলী শিকদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান শিকদার গত রোববার সকালে (১৭ আগষ্ট) নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। সোমবার সকালে ইমরানের লাশ কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। তারা আরও জানান, ইমরান কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন।

নলছিটি থানার ওসি মো.আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।