মাদকাসক্ত চাচার দায়ের কোপে প্রাণ গেল ভাতিজির

মাদকাসক্ত চাচার দায়ের কোপে প্রাণ গেল ভাতিজির

কক্সবাজারের রামুতে নেশাগ্রস্ত চাচার দায়ের কোপে তিন বছরের ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার ঈদগড় ইউনিয়নের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রাহিয়া বিন রাহী প্রকাশ ফাতেমা (৩) ঈদগড়ের উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত নুরুল হাকিম (২৫) তার ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করে। ভাবি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে নুরুল হাকিম নিজের ভাতিজি রাহিয়া বিন রাহী প্রকাশ ফাতেমাকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর পরই স্থানীয় লোকজনের সহায়তায় হত্যাকারী নুরুল হাকিমকে রামু থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামু থানার (ওসি) তদন্ত মোঃ ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক একটি হত্যাকাণ্ড। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।