১৪ সহযোগীসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি গ্রেফতার

১৪ সহযোগীসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ (৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড)-এর অধীনে পূর্ব মাদারবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার ১৪ জন সহযোগীকেও গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি আবদুর রহিম। তাদের কাছ থেকে এ সময় দেশীয় অস্ত্র ও ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর মাঝি সিএমপির তালিকাভুক্ত মাদক কারবারিও। তার বিরুদ্ধে হত্যা ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

টাস্কফোর্স সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি সদরঘাটসহ নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তিনি সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, কিশোর গ্যাং লালন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর ঘাট থানার ওসি আবদুর রহিম জানান, ১৪ জন সহযোগীসহ সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করা হয়েছে। সদরঘাট এলাকায় তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।