চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের ওয়াকিটকিতে দেওয়া বার্তা ফাঁসের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল অমি দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীন পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রোববার রাতে খুলশী থানা এলাকা থেকে অমি দাশকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর খুলশী থানায় ওয়্যারলেস অপারেটরের দায়িত্বে ছিলেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা, অমি দাশকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সূত্র জানায়, গত ১১ আগস্ট রাতে নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে ওই এসআইয়ের ওপর হামলা করা হয়। এ ঘটনার পর ১২ আগস্ট সিএমপির সব সদস্যদের উদ্দেশে কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে একটি বার্তা দেন। এতে তিনি পুলিশের সামনে অস্ত্র বের করলেই অস্ত্রধারীদের গুলির নির্দেশ দেন । পরে ওয়াকিটকিতে দেওয়া ওই বার্তার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে । এ অবস্থায় সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন । পরে অভ্যন্তরীণ তদন্তে বেতারবার্তা ফাঁসে অমি দাশের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ হওয়ার পর তাকে গ্রেফতার করা হয় ।
তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও অফিসিয়াল সিক্রেসি আইনে মামলা করা হয়েছে । গ্রেফতারের পর অমি দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
অমি দাশের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায় ।