আনোয়ারায় ছাত্রশিবির সভাপতির ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

আনোয়ারায় ছাত্রশিবির সভাপতির ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মিশকাতুল ইসলামের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদরের জয়কালী বাজারের ওয়ালটন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজছাত্র শিবিরের সভাপতি মো. মিশকাতুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক জিয়া (২৫), মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২), মো. জাবেদ (২২)। তারা সবাই আনোয়ারা কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং দায়িত্বশীল।

অভিযোগপত্র সূত্রে মিশকাত জানান, আমরা উপজেলার জয়কালী বাজারের ওয়ালটন প্লাজার সামনে ছিলাম। হঠাৎ অভিযুক্তরা এসে আমাদের পরিচয় জিজ্ঞেস করে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও জুয়েলের কাছে যেতে বলে। এ সময় আমাদের ব্যস্ততার কথা জানিয়ে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার বিষয়ে জানায়। তৎক্ষণাৎ অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর এলোপাতাড়ি হামলা করে। কলেজে গেলে আমাদের হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম জেলা পশ্চিমের ছাত্রশিবিরের সেক্রেটারি ফরমানুর জাহিন বলেন, ৫ আগস্টের পর যখন তরুণরা নতুন ধারার রাজনীতি করতে চায় সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা শক্তি প্রয়োগ করতে চায়। এটি দুঃখজনক। আজকে তারা আমাদের দুই নেতার ওপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।

হামলার বিষয়টি অস্বীকার করে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন বলেন, আমরা কলেজের ভর্তি কার্যক্রমে ছিলাম, কলেজে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কলেজের বাইরে কোনো ঘটনা হয়েছে কিনা সেটা আমার জানা নেই।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এমন একটি ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রিলিজ দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। একপক্ষ অভিযোগ করেছে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে।