বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ছাদ থেকে পড়ে আহত মুয়াজ্জিনের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রফিকুল ইসলাম (৬৫) নামের এক মুয়াজ্জিন। চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই মাঈনুদ্দিন।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সকালে স্থানীয় জামে মসজিদের ছাদ পরিষ্কার করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি দুতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার জানায়, শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত রফিকুল ইসলাম উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পুমকারা গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় জামে মসজিদে মুয়াজ্জিন ও খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে একজন এসআইসহ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।