ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও লেভেল ক্রসিংয়ে রক্ষী (গেটম্যান) নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়া- চট্টগ্রাম রেলপথের উপজেলার মনিয়ন্দ গ্রীসনগর এলাকায় রেলপথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। এ সময় আখাউড়া- চট্টগ্রাম রেলপথে চলাচলকারী দুটি আন্তঃনগর ট্রেন সাময়িক সময়ের জন্য আটকা পড়ে। অবরোধে আটকে পড়া ট্রেন দুটি -হলো ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া-চট্টগ্রাম রেলপথের উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রীসনগর এলাকার লেভেল ক্রসিংটি অরক্ষিত। সোমবার দুপুরে ওই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক ও এক নারী যাত্রীসহ দুইজন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এছাড়াও এ লেভেল ক্রসিং এলাকায় ইতিপূর্বে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও লেভেল ক্রসিংয়ে রক্ষী (গেটম্যান) নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।