গজারিয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৩

গজারিয়ায় পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের ওপর গুলি ও ককটেল ছোড়ার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব- ১১।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় নৌ-ডাকাত রিপনকে গাজীপুর থেকে এবং হারুন ও মাসুমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দলের সদস্যরা মতলব উত্তর উপজেলার নদীর তীরবর্তী কয়েকটি স্থানে চলে যায়। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মতলব উত্তরের বেলতলী, বাইদ্দা পল্লি, সওদাগর পল্লি, কালীরবাজার ঘাট, চিতাখোলাসহ বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতেরা আগেভাগেই ওই এলাকা থেকে পালিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে মতলব উত্তর এলাকার একাধিক বাসিন্দা বলেন, আমাদের এলাকায় ডাকাত প্রবেশের খবরে এবং সাঁড়াশি অভিযান দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার পর থেকেই গজারিয়ার গুয়াগাছিয়া, চাঁদপুরের মতলব উত্তরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। ওই অভিযানে কোনো অস্ত্র বা ডাকাতির সরঞ্জামও উদ্ধার করা যায়নি।

এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ ও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গজারিয়া থানায় একটি মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য বুধবার রাত থেকে অভিযান চালানো হয়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ যুগান্তরকে বলেন, আমাদের তথ্য অনুযায়ী র‌্যাব-১১ সদস্যরা বৃহস্পতিবার রাতে রিপনকে গাজীপুর থেকে এবং হারুন ও মাসুমকে ঢাকা থেকে পৃথকভাবে গ্রেফতার করেছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি রবিউল হক যুগান্তরকে জানান, নৌ-ডাকাত গ্রেফতারের জন্য পুলিশ নদীর তীর এলাকাসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় আছে।