ভাইয়ের মতো মিজবাহের মৃত্যু, ২ সন্তানের শোকে বাকরুদ্ধ পিতা

ভাইয়ের মতো মিজবাহের মৃত্যু, ২ সন্তানের শোকে বাকরুদ্ধ পিতা

কক্সবাজারের বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর কিশোর মিজবাহ উদ্দীনের (১২) লাশ উদ্ধার হয়েছে। দেড় বছর আগে পুকুরে ডুবে মিজবাহের আপন ভাই ১১ বছরের নকীব উদ্দিনের মৃত্যু হয়েছিল। একে একে দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা নুরুল আলম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের একটি সেতুর নিচে বাঁকখালীর মোহনা থেকে স্থানীয়দের সহযোগিতায় মিজবাহ উদ্দীনের (১২) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

জানা গেছে, গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ঝিলংজা ইউনিয়নের চাঁন্দেরপাড়া এলাকার ইজতেমা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল মিজবাহ। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে বিকাল সাড়ে ৫টার দিকে তা আনতে পানিতে ঝাঁপ দেয় সে। কিন্তু প্রবল স্রোতে তলিয়ে যায় স্থানীয় নুরুল আলমের কনিষ্ঠ পুত্র।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল বুধবার সারা দিন তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে সেতুর নিচে মরদেহটি ভেসে ওঠে।

এর দেড় বছর আগে স্থানীয় মসজিদের পুকুরে ডুবে মিজবাহর আপন ভাই ১১ বছর বয়সি নকীব উদ্দিনের মৃত্যু হয়েছিল। একইভাবে দুই সন্তানের অকাল মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা নুরুল আলম।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দেড় বছরের মধ্যে আমি একইভাবে দুই ছেলেকে হারালাম। ভাষাহীন হয়ে গেছি, আমার কী দুর্ভাগ্য!