রাঙ্গুনিয়ায় গণছুটিতে ৭৩ কর্মী, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি

রাঙ্গুনিয়ায় গণছুটিতে ৭৩ কর্মী, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ৭৩ জন কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে ছুটিতে থাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে গ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে মোট ১০৩ জন কর্মী রয়েছেন। তাদের মধ্যে লাইনম্যান, মিটার রিডার ও অন্য পদে থাকা ৭৩ জন এখন ছুটিতে রয়েছেন। কর্মী সংকটের কারণে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন, পৌরসভা ও হোছনাবাদ এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটি মেরামতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

গ্রাহকদের অভিযোগ, এসব এলাকায় বিদ্যুৎ না থাকায় গৃহস্থালি কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিশেষ করে পরীক্ষার্থীরা মারাত্মক সমস্যায় পড়েছে। তীব্র গরমে অসুস্থ ও বৃদ্ধ মানুষের ভোগান্তিও বেড়েছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর রাঙ্গুনিয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, একসঙ্গে এত কর্মী ছুটিতে থাকায় জরুরিভিত্তিতে কাজ করা যাচ্ছে না। রাউজান থেকে ঠিকাদারের লোক এনে সাময়িক কাজ চালানো হচ্ছে। তবে এতে সময় বেশি লাগছে।

তিনি বলেন, লোডশেডিংয়ের পাশাপাশি লোকবল না থাকায় নিয়ন্ত্রণ কক্ষের কাজে ২৪ ঘণ্টা ডিউটি করতে হচ্ছে। আমি নিজেও মাত্র দুই ঘণ্টা ঘুমাতে পেরেছি। ঠিকাদারের লোক দিয়ে ছোটখাটো ত্রুটি সামলানো গেলেও কর্মীরা কাজে যোগ না দিলে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ত্রুটি দেখা দিলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে।