চকরিয়া থেকে প্রত্যাহার হওয়া সেই ওসিকে হাটহাজারীতে পদায়ন
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে কক্সবাজারের চকরিয়া থানা থেকে প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রামের হাটহাজারী থানায় পদায়ন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর আদেশে তাকে পদায়ন করা হয়। রোববার মনজুর কাদের ভূঁইয়া চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এসপি অফিসে যোগদান করেন। পরদিনই তাকে পদায়ন করা হয়।
এর আগে কক্সবাজারের চকরিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে নানা অভিযোগের মুখে পড়েন মনজুর কাদের। গত ১ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় এক সংবাদকর্মী স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে মনজুর কাদেরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। অভিযোগগুলোর মধ্যে ছিল– থানায় আটকে রেখে নির্যাতন ও নারীকে শ্লীলতাহানির ঘটনা। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।
নির্দেশনার পরদিন রাতেই চকরিয়া থানার ওসি মনজুর কাদেরকে উখিয়া থানায় বদলির আদেশ জারি করা হয়। একইসঙ্গে উখিয়ার ওসিকে চকরিয়ায় দায়িত্ব দেওয়া হয়। তবে এই বদলি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। তখন পরিস্থিতি সামাল দিতে পরে উখিয়া থানায় যোগদানের আগেই তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সঙ্গে সংযুক্ত করা হয়। সবশেষ নতুন নির্দেশনায় তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়িত্ব দেওয়া হলো।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, হাটহাজারী থানার ওসির দায়িত্বে থাকা আবু মাহমুদ কাওসার হোসেনকে জেলা পুলিশে বদলি করা হয়েছে। তাকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদে মনজুর কাদের ভূঁইয়াকে পদায়ন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামের (হাটহাজারী মাদ্রাসা) সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক। এ ঘটনায় কওমি মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ পৌর সদর থেকে আরিয়ান ইব্রাহিম নামে ওই যুবককে আটক করে।