ডাকসুতে হল এজিএস নির্বাচিত ২ শিক্ষার্থী, হাটহাজারীতে খুশির বন্যা

ডাকসুতে হল এজিএস নির্বাচিত ২ শিক্ষার্থী, হাটহাজারীতে খুশির বন্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার দুই শিক্ষার্থী চমক দেখিয়েছেন। কোনো রাজনৈতিক ব্যানারে নয়, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাবির দুই হলের এজিএস নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী ফারহাজ বিন নুর নিশান ও মার্কেটিং বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মো. রিয়াজ উদ্দীন সাকিব।

এ দুই শিক্ষার্থীর সাফল্যে আনন্দের বন্যায় ভাসছে হাটহাজারীবাসী। স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করায় উপজেলাবাসী মনে করছেন, নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে উঠছে যা ভবিষ্যতে জাতীয় নেতৃত্বেও ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপশি আগামীতে তারা নির্বাচিতদের সাথে নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ রক্ষা ও দেশ গঠনে অনবদ্য ভূমিকা রাখবে।

জানা গেছে, সদ্য অনুষ্ঠিতব্য ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যাংকিং ও বিমা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ফারহাজ বিন নুর নিশান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বীতা করে ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত প্রার্থী ২৮৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন।

ফারহাজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আলাওল’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ক্রিকেট ক্লাবের সভাপতি এবং জহুরুল হক হল ব্যাংকিং ফ্যামিলির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ফারহাজ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজী নুরুল আমিন বাড়ির বাসিন্দা। তার পিতা নুর নবী খোকন ও মাতা তাসমিন সুলতানা। তিনি মির্জাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

অন্যদিকে, মার্কেটিং বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মো. রিয়াজ উদ্দীন সাকিব সূর্য সেন হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সামিউল আমিন গালিব ২৬৯ ভোট পেয়ে দ্বিতীয় হন।

সাকিব হাটহাজারী উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাওলানা ইসমাইলের বাড়ির বাসিন্দা। তার পিতা মরহুম মাওলানা শহীদুল্লাহ ও মাতা মিনু আকতার তিনি দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুয়াইশ সিটি কর্পোরেশন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আলাওল’-এর সভাপতি মনিরুল হাসান সাঈদ বলেন, ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় হলেও মূলত এর প্রভাব সারাদেশে আছে। জাতীয় রাজনীতিতেও এর প্রভাব রয়েছে। ফলে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের এলাকার, আমাদের সংগঠনের ছেলেরা পৌছেছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই গর্বের বিষয়। হল সংসদে আমাদেরই দুই শিক্ষার্থী নিশান (২০১৯-২০ সেশন) ও সাকিব (২০২০-২১ সেশন), এজিএস (সহ সাধারণ সম্পাদক) পদে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে। এটা যেমন আলাওল’র জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের তেমন হাটহাজারীবাসীর জন্য গৌরবের। আমি বিশ্বাস রাখি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে তাদের আবাসিক হলে বাস্তবিক পরিবর্তন আনতে সফল হবেন।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ মহাসচিব ও বন্দর নগরীতে অবস্থানরত হাটহাজারীবাসীদের সংগঠন হাটহাজারী সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া হাবীব বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে হাটহাজারীর দুই কৃতি সন্তান নিশান ও সাকিব এর সাফল্যের সংবাদ শুনে আমি খুবই আনন্দিত ও গর্বিত। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনে শিক্ষার্থীরা তাদের মূল্যবান রায় দিয়ে নির্বাচিত করেছে। এ বিজয় হাটহাজারীবাসীর জন্যে আনন্দের বার্তা।

আলাওল নামক সংগঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মননের উৎকর্ষ সাধনেও তারা ভূমিকা রেখে আসছে। আগামীতেও তারা শিক্ষার পরিবেশ রক্ষা ও দেশ গঠনে অনবদ্য ভূমিকা রাখবে প্রত্যাশা রাখি। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে একসময় জাতীয় পর্যায়েও অবদান রাখতে সক্ষম হবেন।