ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬০ কর্মকর্তা-কর্মচারী গণছুটিতে
ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণছুটিতে রয়েছেন। ৬৮৬জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪৬০জন কর্মচারীই ছুটিতে রয়েছেন। এতে এ সমিতির অধীনে ছয় লাখ গ্রাহক বিদ্যুতের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে চাকুরির বৈষম্য দূরীকরণ ও হয়ররানিমূলক পদক্ষেপ বন্ধসহ ৪দফা দাবি জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এ সমিতির অধীনে ৫টি আঞ্চলিক কার্যালয় এবং ৫ উপ-আঞ্চলিক কার্যালয় রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা (খাড়েরা) আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সুভাস চন্দ্র দাস বলেন, এ আঞ্চলিক কার্যালয়ের অধীনে ৭০জন কর্মচারী থাকলেও ৬৩জন গণছুটিতে রয়েছেন। তিনি বলেন, জেনারেল ম্যানেজারের কার্যালয়ে থেকে ছুটি নিয়েছেন। লোকবলের অভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। কোনো রকমে কাজ চালিয়ে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা সদর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফিরোজ হোসেন বলেন, এ কার্যালয়ের অধীনে ৫৪জন কর্মচারী রয়েছে। তাদের মধ্যে থেকে ৪৩জন ছুটিতে রয়েছেন। উপস্থিত আছেন মাত্র ১১জন।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জহির আব্বাস বলেন, এ কার্যালয়ের অধীনে ৭০জন কর্মচারী থাকলেও ৪০জন ছুটিতে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. সাইদুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ৬ লাখ গ্রাহক রয়েছে। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা রয়েছে ৬৮৬জন। ছুটির ফরম জমা দিয়ে ছুটিতে গেছেন ৪৬০জন।