নুসরাত হত্যা: সেই ওসির বিরুদ্ধে মানববন্ধন

নুসরাত হত্যা: সেই ওসির বিরুদ্ধে মানববন্ধন

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাতের আত্মহত্যাকে হত্যায় রূপান্তর করার অভিযোগে ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। এ মানববন্ধনে হামলা ও গণমাধ্যমের এক প্রতিনিধিকে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে।

ফেনীতে ১৬ জন নিরপরাধকে রিমান্ডে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে বিপুল পরিমাণ টাকা ও স্বীকারোক্তি আদায়কারী ফেনীর তৎকালীন ওসি শাহ আলম ও মূল মাস্টারমাইন্ড সাবেক পিবিআই প্রধান বনজ কুমারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবিতে এ মানববন্ধন করেন দণ্ডপ্রাপ্তদের স্বজনরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ফরিদগঞ্জ থানার মোড়ে স্বজনরা মানববন্ধন করেন। এ সময় তারা ওসি শাহ আলমের বিচার দাবি এবং দণ্ডপ্রাপ্তদের স্বজনদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দানের দাবি জানায়।

এদিকে মানববন্ধন চলাকালে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারীসহ কয়েকজন লোক মানববন্ধনকারীদের বাধা প্রদান করে। তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের এখান থেকে চলে যেতে বাধ্য করে।

এ সময় সাংবাদিক ইলিয়াস হোসাইন পরিচালিত একটি গণমাধ্যমের প্রতিনিধি হামলাকারীদের হাতে হেনস্থার শিকার হন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের মোবাইল ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, আমি ফেনীতে থাকাকালীন নুসরাতের তদন্তকারী কর্মকর্তা ছিলাম। সেই মামলার আসামিদের পক্ষে ফরিদগঞ্জে এসে বিক্ষোভকারীরা প্রথমে উপজেলার সামনে সড়কে অবস্থান করার চেষ্টা করে। সেখানে অবস্থান করতে না পেরে তারা থানার সামনে সড়কে এসে মানববন্ধন করে।

তিনি বলেন, এ সময় ফরিদগঞ্জে বিএনপির দুইটি গ্রুপের রাজনৈতিক প্রোগ্রাম ছিল। মূলত জায়গা স্বল্পতার কারণে মানববন্ধন করতে আসা লোকজনের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।