লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে আমজাদ হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার (১০ আগষ্ট) রাত ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আমজাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
নিহতের স্বজন আবদুল কাদের মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।