চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খোরশেদ আলম (২৮) নামের এক রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খীলমোগল তালুকদারপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র ৭০ ফুট দূরে। নিহত খোরশেদ আলম ওই এলাকার আবদুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে চিৎকার শুনে তারা মসজিদের পাশে ছুটে গিয়ে খোরশেদের গলাকাটা লাশ দেখতে পান। লাশের পাশে দুটি বিস্কুটের প্যাকেট পড়ে ছিল।
নিহতের স্ত্রী ইমু আক্তার (২০) বলেন, প্রতিদিনের মতো তার স্বামী দোকান থেকে বিস্কুট নিয়ে ফিরছিলেন। রাত ৯টার দিকে তিনি জানালা দিয়ে দেখেন, দুই ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। কিছুক্ষণ পর স্থানীয়রা খবর দেন, মসজিদের পাশে তার স্বামীর লাশ পড়ে আছেন।