কিশোরীকে সাত দিন আটক রেখে ধর্ষণ, সেই জয় কুড়ি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের তরুণীকে ৭ দিন আটক রেখে ধর্ষণের মামলায় কারাবন্দি জয় কুড়িকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুরের আমলী আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
দুপুর সাড়ে ৩টায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী (এপিপি) আবদুল আহাদ শাকিল বলেন, জয় কুড়ি (২৫) এক তরুণীকে আটক রেখে ধর্ষণ করে অপরাধ করেছেন। এ ঘটনায় তার সঙ্গে কে কে জড়িত ছিল- সে বিষয়ে জানতে পুলিশের আবেদনে বিচারক দুই দিনের রিমান্ড দিয়েছেন।
উল্লেখ্য, ‘ইয়াবা কিনতে ফোন ব্যবসায়ীকে, রিসিভ করেন কিশোরী- অতঃপর...’ এই শিরোনামে মঙ্গলবার যুগান্তর অনলাইনে সংবাদ প্রকাশিত হয়েছে। ঘটনার ২০ দিন পর কিশোরীকে (১৪) ধর্ষণে পিতার দায়ের করা মামলায় জয় কুড়িকে (২৫) ৩ সেপ্টেম্বর সকাল ৭টায় সদর উপজেলা শহরের জুমুর সিনেমা হলের সামনে থেকে গ্রেফতার করা হয়।
আটক জয় কুড়ি রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভূঁইয়া সড়কের হনার বাড়ীর স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে।
তবে অভিযুক্ত জয় কুড়ি বলেন, মেয়েটির বাবা মাদক ব্যবসায়ী। আমি তাদের বাসায় মাদক সেবন করতে গিয়ে পরিচয়। তার সম্মতিতেই লক্ষ্মীপুর শহরের একটি বাসায় দুজন ছিলাম। একবার আমাদের দৈহিক মেলামেশা হয়েছে।
এদিকে জয় কুড়িকে গ্রেফতারের দাবিতে গত দুই দিন ধরে সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা মানববন্ধনসহ আন্দোলন করে আসছিলেন।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ১৪ বছরের তরুণীকে ৭ দিন আটক রেখে ধর্ষণের মামলায় অভিযুক্ত জয় কুড়ি লক্ষ্মীপুর কারাগারে রয়েছেন। তার রিমান্ডের বিষয়ে আদালতের কোনো আদেশ এখনো পাইনি। আদেশ পেলে জিজ্ঞাসাবাদ করা হবে।