সংগৃহীত ছবি

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চট্টগ্রামের লোহাগাড়ায় রুবেল (৩৮) নামক এক মাদকাসক্ত ছেলেকে চার লিটার দেশীয় মদসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা শফিক আহামদ।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে রুবেলের বাবা শফিকের অভিযোগের ভিত্তিতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ০১ ওয়ার্ডের মছনেরহাট এলাকার নিজ বাড়ি থেকে রুবেলকে আটক করে পুলিশ।

রুবেলের বাবার অভিযোগ, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিল। এ বিষয়ে সামাজিকভাবে একাধিকবার বিচার হলেও কিছুদিন যেতে না যেতেই সে পুনরায় মদপান করে পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। তার এমন আচরণের ধারাবাহিকতায় শুক্রবারও মদপান করে। একই সময় সমাজের লোকদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করে।

পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে ইউপি সদস্য আবু বক্করকে খবর দেন। তার পরামর্শে ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাংলা মদসহ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর জানান, রুবেলের একাধিকবার সামাজিকভাবে বিচার করা হয়েছে। বাহির থেকে এলাকায় লোক এনে মদপানের আসর বসায়। অবশেষে তার বাবা অতিষ্ঠ হয়ে আমার পরামর্শে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদসহ তাকে আটক করে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রবিউল আলম খাঁন জানান, বাবার অভিযোগ পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে চার লিটার মদসহ রুবেলকে আটক করে। বাড়িতে কিছুদিন ধরে রুবেল মদ খেয়ে মাতলামি করছিল। ছেলের বিরুদ্ধে পিতা বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।