সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে নাতির পর চলে গেলেন নানিও
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনশেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক মাস বয়সি শিশুর মৃত্যুর পর এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন তার নালি তাহেরা আক্তার (৫০)। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন মো. হারুনুর রশীদ জানান, তাহেরা আক্তারের শরীরের প্রায় ৪১ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালিও দগ্ধ হয়েছিল। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে রোববার ভোরে মারা যায় তাহেরার এক মাস বয়সি নাতি ইমাম উদ্দিন। একই ঘটনায় শিশুটির বাবা মো. হাসান, মা সালমা বেগমসহ পরিবারের আরো সাতজন এখনো ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।