‘আমাদের চাই ইউনূস সরকার’ লিখে পাগলা মসজিদে চিঠি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে- ‘আমাদের নির্বাচন চাই না, দরকার ইউনূস সরকার’।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৩২ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের মধ্যে মিলে বিভিন্ন ধরনের অসংখ্য চিরকুট।
জানা যায়, পাগলা মসজিদে সাধারণত মনের ব্যক্তিগত বাসনা পূরণে বিভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সের নারী-পুরুষ নানা ধরনের মানত করে থাকেন। আবার এক শ্রেণির দরিদ্র মানুষ যারা অর্থ কিংবা মূল্যবান কোনো কিছু দান করতে না পারেন- তাদের অনেকে নিজে কিংবা অন্য কাউকে দিয়ে লিখিয়ে দানবাক্সে চিরকুট ফেলেন।