ডাকাতের হামলায় গৃহকর্তার মৃত্যু, ৪ গরু লুট

ডাকাতের হামলায় গৃহকর্তার মৃত্যু, ৪ গরু লুট

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাত দলের অস্ত্রের আঘাতে আহত মহর উদ্দিন (৭৫) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। এ সময় চারটি গরু লুট করেছে ডাকাত দল।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে সাভারের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রোববার রাতে উপজেলায় তালেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহর উদ্দিন তালেবপুর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে

সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে মাঝারি আকারের একটি ট্রাকযোগে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত মহর উদ্দিনের বাড়িতে হানা দেয়। গোয়ালঘর থেকে গরু লুট করার সময় তাদের বাধা দেন মহর উদ্দিন। এ সময় ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ট্রাকযোগে চারটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত সদস্যরা।

গুরুতর আহত মহর উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজমের মোবাইলে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, নিহতের ময়নাতদন্ত করা হবে। ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।