বিএনপি নির্বাচন করার মার্কিংয়ে একশ ভাগ প্রস্তুত: হেলেন জেরিন খান

বিএনপি নির্বাচন করার মার্কিংয়ে একশ ভাগ প্রস্তুত: হেলেন জেরিন খান

বিএনপি নির্বাচন করার মার্কিংয়ে একশ ভাগই প্রস্তুত রয়েছে। যেকোনো সময় নির্বাচনের তফশিল দিলে নেতাকর্মীরা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে মাঠে নেমে পড়বেন বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মাদারীপুর শহরের খাগদী এলাকায় একটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হেলেন জেরিন খান বলেন, বিএনপি একটি বৃহৎ দল। তাদের বিগত দিনে নির্বাচন করার অভিজ্ঞতা আছে। বিগত ১৭ বছর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে লড়াই সংগ্রাম করেছে। ফলে আগামীতে যে নির্বাচন দেওয়া হবে, তার জন্যে শতভাগ প্রস্তুত রয়েছে বিএনপি। যদি মার্কিং করা হয়, তাহলে একশয়ের মধ্যে একশ ভাগই প্রস্তুত বলা যায়। নির্বাচনে যেসব স্তরে প্রস্তুতি লাগে, তার সব দিকই ফিল্টারিং করা হয়েছে।

এ সময় হেলেন জেরিন খান তার মায়ের নামে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি ক্লিনিক উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে খাগদী ও আশপাশের এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। ডু বেটার ফর দি চিলড্রেন নামে একটি প্রতিষ্ঠান এই ক্লিনিকের আর্থিক সহায়তা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, কার্যকরী সদস্য কেএম তোফাজ্জল হোসেন সান্টু, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান, মহিলা দলের সদস্য সচিব মুনমুন আক্তারসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।