না.গঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আড়াইহাজারের খাগকান্দা এলাকায় এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কদিন ধরেই স্থানীয় দুদল গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা চলছিল। সেই বিরোধের ধরে আজ সকালে একপক্ষ আরেক পক্ষের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
এতে টেঁটাবিদ্ধসহ ধারালো অস্ত্রের আঘাতে জসিম উদ্দীন, মো. মনির, রনি, ফজলুল করিম, মঞ্জুর হোসেন, কাসেম, সালমান খান ফামিন, মীম আহত হয়। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সহকারি পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জনের মত আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের কোনো খবর আমরা এখনো পাইনি। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।