বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীপুর পৌর ২নং সিএন্ডবি বাজার হতে বর্ণাঢ্য আনন্দ র্যালি শুরু হয়। র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
আনন্দ র্যালি শুরু হওয়ার আগে ২নং সিএন্ডবি বাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছে ফ্যাসিস্ট সরকার।
এ সময় বক্তব্য রাখেন- শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান, নজরুল ইসলাম সেলিম, শাহজাহান সজল। এ সময় পৌর বিএনপির আনন্দ র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।