ছবি : কালবেলা গ্রাফিক্স

ভালোবেসে বিয়ে, ৫ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী ঢাকার দোহারে ফারদিন সুলতানা তানজিলা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ দেওয়ান বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তানজিলা নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ভাংগা মসজিদ এলাকার মো. ফরিদের মেয়ে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের ফুপু সোনিয়া বেগম বলেন, ৫ মাস আগে দোহার উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের জাহাঙ্গীরের ছেলে মাসুম রায়হানকে ভালোবেসে বিয়ে করেন তানজিলা। শুক্রবার সকালে তানজিলার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানায় সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। পরে আমরা আসি। আমাদের ধারনা, তানজিলাকে হত্যা করা হয়েছে৷

নিহত তানজিলার পিতা ফরিদ বলেন, আমার মেয়ের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, আমি মামলা করব, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

এ বিষয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী বলেন, লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে হবে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে সে অনুয়ায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।