জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম রণস্থল বাইনটেকি এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি শিমুলিয়া যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রণস্থল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে আদালতে পাঠানো হবে।