মাদারীপুরের কালকিনি উপজেলার খাসের হাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর কেটে মাটি উত্তোলনের অপরাধে এমভি বার্জ রেসার-২ এর চালক আলোচিত মাটি খেকো মো. মোতাহারকে আটক করা হয়েছে। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মাটি খেকো মোতাহার সরকার রাজস্ব ফাঁকি দিয়ে বিশাল একটি জাহাজ নিয়ে গোপনে আড়িয়াল খাঁ নদীর তীরের মাটি দীর্ঘদিন উত্তোলন করে আসছিল।