বিদ্যুতের বিল নিয়ে ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের

বিদ্যুতের বিল নিয়ে ঝগড়ায় প্রাণ গেল বড় ভাইয়ের

ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্ৰামের ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই ভ্যান চালক সালাউদ্দিন শেখ (৩০) নিহত হয়েছেন। তারা দুজনই ভদ্রাসন গ্রামের মৃত শাহজাহান শেখের পুত্র।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যুতের বিল নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির জেরে ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাই আলাউদ্দিন শেখ বটি দিয়ে বড় ভাইকে পেটে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে বড় ভাই সালাউদ্দিনের পেট কেটে নাড়িভুড়ি বের হয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকায় তার লাশ ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে আনা হবে।

এদিকে সালাউদ্দিনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারে শোকের ছায়া নেমে আসে। আশপাশের শতশত লোকজন ও বাড়িতে ভিড় জমায়।

ছোট ভাই রাজমিস্ত্রীর কাজ করে এবং নিহত বড় ভাই সালাউদ্দীন ছিলেন একজন ভ্যানচালক।

এ ঘটনায় ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান জানান, শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই গুরুতর জখম হন। পরে তাকে ভাঙ্গা থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ১১টার দিকে মারা যায়।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, শুক্রবার এলাকা থেকে ফোন পেয়ে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছোট ভাই বটি দিয়ে বড় ভাইকে কোপ দিলে বড় ভাই সালাউদ্দীন নিহত হয়। ঘাতক ছোট ভাই আলাউদ্দিন শেখ পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।