কেরানীগঞ্জের দক্ষিণ চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় দিনদুপুরে সাগীর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাগীর রাজধানীর ইসলামপুরে এক কাপড়ের দোকানে চাকরি করতেন। প্রায় চার মাস আগে তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় ওঠেন।
নিহতের স্ত্রী টিনা জানান, সকালে সাগীর দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সাগীরকে হত্যা করেছে।