রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বোতল কুড়াতে গিয়ে বাসের ধাক্কায় শাকিব (১৪) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিবকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিব ডেমরার রাজাখালি এলাকার নাসির উদ্দিনের ছেলে।
শাকিবের সঙ্গী পথশিশু আব্দুল কাদের জানান, সন্ধ্যার দিকে তারা কয়েকজন ফ্লাইওভারের উপরে বোতল কুড়াচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি বাস শাকিবকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, শাকিব মারা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।