সাভারে বিমল রাজবংশী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বিমল রাজবংশীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া বিবাদে জড়ায় নারায়ণ রাজবংশী। এ সময় বিমল রাজবংশীকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করেন নারায়ণ রাজবংশী। এ সময় তাকে বাঁচাতে গেলে শিল্পী রানী ও উশান্ত রাজবংশী নামের আরও দুইজনক পিটিয়ে আহত করে পালিয়ে যান তিনি। পরে সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় বৃহস্পতিবার বিকালে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছ।