ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় এজাহার নামীয় আসামি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ওরফে মট্টুকে (৬৫) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মট্টু দৌলতপুর উপজেলার জৈন্তা গ্রামের মৃত মেহের আলী আহমেদ ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের শহীদ তজু সড়কের (খালপাড়) নিজ বাসভবনে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সদর থানা পুলিশ তার ওই বাসা থেকে তাকে গ্রেফতার করে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করবেন বলেও জানিয়েছেন তিনি।