ভাঙ্গা থানা। ছবি : সংগৃহীত

ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই খুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎ বিল নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই খুন হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বড় ভাইয়ের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান ও ভাঙ্গা থানা পুলিশ। নিহত বড় ভাই উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের শাজাহান শেখের ছেলে সালাউদ্দিন শেখ (৩২)।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পরিবারটি বেশ কিছু বছর ধরে ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় বসবাস করত। অল্প কিছুদিন হয় তারা গ্রামে বসবাস করতে থাকে। বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে গতকাল শুক্রবার সকালে ছোট ভাই আলাউদ্দিনের সঙ্গে বড় ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাই আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে বড় ভাই সালাউদ্দিনকে বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিপোর্ট করেন, সেখানে চিকিৎসা অবস্থায়েআজ ভোররাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। নিহতের লাশ এখনো এলাকায় পৌঁছায় নাই। সবাই ঢাকায় অবস্থান নেওয়ার কারণে এখনো মামলা হয়নি।

এদিকে ইউপি চেয়ারম্যান অলিউর রহমান জানান, পরিবারটি হতদরিদ্র। গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে দুই ভাইয়ের মাঝে ঝগড়া হয়, এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আলাউদ্দিন বঁটি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে পেটের নাড়িভুঁড়ি বের করে দেয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।