মুন্সীগঞ্জের শ্রীনগরে ১০ বছরের এক শিশুকে ছাদে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শামসুজ্জামান শাওন (২৮) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শাওন উপজেলার হরপাড়া গ্রামের হেলিপ্যাড এলাকার মৃধা ভিলা নামক বহুতল ভবনের ৬ তালার ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, ভবনের দ্বিতীয়তলায় একটি মাদ্রাসায় শিশুটি পড়াশোনা করে। মাদ্রাসার ছুটির পর লম্পট শাওন শিশুটির মুখ চেপে ধরে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে শাওনকে আটক করে। রাত ৯টার দিকে সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত শাওনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।