আমজাদ হোসেন। ছবি: যুগান্তর

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ, ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

গাজীপুরের কড্ডায় ডিবি পুলিশের তাড়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ বালু ব্যবসায়ী আমজাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশটি ভেসে উঠে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে তার কোনো খোঁজ মেলেনি। পরে লাশটি ভেসে উঠে। বুধবার সন্ধ্যা ৬টায় নিখোঁজ হন তিনি।

নিখোঁজ আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কাঠালিয়াপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

নিখোঁজ আমজাদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসেছিলেন আমজাদ হোসেন। এ সময় একটি মাইক্রোবাসযোগে ৭ থেকে ৮ জনের একদল লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ ঘিরে ফেলে। একপর্যায়ে তারা আমজাদ হোসেনকে আটক করতে গেলে তিনি দৌড়ে পালোনোর চেষ্টা করেন। এ সময় তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। পরে তুরাগ নদে ঝাঁপ দেন তিনি। পরে ডিবি পুলিশ চলে গেলে স্বজন ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে কাজ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। পরে লাশটি ভেসে উঠে। ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা।

নিখোঁজ আমজাদের বাবা ইদ্রিস আলী বলেন, আমজাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তারপরও বিভিন্ন সময় ডিবি পুলিশ তাকে বিরক্ত করত। বুধবার সন্ধ্যার দিকে তাকে ধরতে ডিবি পুলিশ এলে তাদের হাত থেকে রক্ষা পেতে নদীতে ঝাঁপ দেয় আমজাদ । এ ঘটনায় দায়ীদের বিচার চাইছেন তিনি

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, উদ্ধার তৎপরতা চালাচ্ছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো আমজাদের হদিস মেলেনি।

গাজীপুর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আমির হোসেন বলেন, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে মহাসড়কে ডিবি পুলিশের টিম কাজ করছে। ওই ব্যবসায়ী ডিবির গাড়ি দেখে দৌড়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন। তাকে গ্রেফতার বা আটক করার জন্য গোয়েন্দা পুলিশের কোনো টিম ওখানে যায়নি।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র বলেন, বুধবার সন্ধ্যায় আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।